ফরজুন আক্তার মনি:- সমবায় গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ “প্রতিপাদ্য কে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যােগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সভাপতিত্বে গতকাল শনিবার ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।নবীগঞ্জ উপজেলা সমবায় আওতাধীন বিভিন্ন সমিতি থেকে সমবায় অফিস নবীগঞ্জ কতৃক জাতীয় সমবায় দিবস উপলক্ষে চাঁদা সংগ্রহ করে অনুষ্ঠান পরিচালনা করার তথ্য পাওয়া যায়। এ বিষয়ে সাতাইহাল বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, ৫০০০/১০০০০ টাকা চাঁদা প্রদান করেন, সোনালী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ জানান ২০০০/ টাকা চাঁদা প্রদান করেন, আনোয়ার খালি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ জানান, ৩০০০/ চাঁদা প্রদান করেন,এড়াবরাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ৩০০০/ টাকা চাঁদা প্রদান করেন, মোস্তফাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ২০০০/ চাঁদা প্রদান করেন, নবীগঞ্জ হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ ২০০০/ চাঁদা প্রদান করেন, এভাবে অসংখ্য সমবায় সমিতি চাঁদা প্রদান করেছেন এবং অনেকে চাঁদার ভয়ে অংশ গ্রহণ করেননি।যারা চাঁদা প্রদান করিতে পারবে না তাদেরকে দাওয়াত পৌছানো হয়নি এমন তথ্যও খুঁজে পাওয়া যায়।এমনকি মঞ্চ সাঁজানোর সময় সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকারের পকেটে চাঁদার টাকা ঢুকাতে দেখা যায় ও তার অফিস স্টাফ জনসম্মুখে চাঁদার টাকা নিতে দেখা যায়।এ বিষয়ে সমবায় কর্মকর্তার নিকট সত্যতা যাচাই করার জন্য ফোন করিলে, তিনি জানান আমাদের ১৬৪ টি সমিতি সবাই চাঁদা দেয়নি।যারা দিয়েছেন তাদের সহযোগিতায় দিবসটি পালন করেছি,অনুষ্ঠান বাবদ সরকারি বরাদ্দ খুবই কম আমাদের।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন হবিগঞ্জ -১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, বিশেষ অতিথির বক্তব্য দিয়েছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী সহ আর কয়েকজন। বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ তার বক্তব্যের এক পর্যায় জানান, প্রতিটি সমবায় সমিতি উপজেলা সমবায় অফিস কে কিছু সাপোর্ট করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করিবেন,বক্তব্যে তিনি জানান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় ভাবী।মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম কে প্রিয় থেকে প্রিয় স্লোগান দিয়ে মুখরিত করেছেন সমবায় দিবসের আলোচনা সভার মঞ্চ।পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে সভা ত্যাগ করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি