আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :-হবিগঞ্জে ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ -২০২৪ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বি এম এস এফ) হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১মে) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার একটি র ্যালি জেলা প্রশাসক কার্যালয়ে আঙ্গীনায় নিম তলা থেকে জেলা সদরে সড়কে প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসকের কার্যালয় আঙ্গীনায় নিমতালা এসে সমাগম হয় । উক্ত গণমাধ্যম সপ্তাহ উদযাপিত উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখা সহ-সভাপতি , এনটিভি ও রূপালি বাংলা হবিগঞ্জ প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ডেইলি মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি ফরজুন আক্তার মনি পরিচালনায় জেলার অসংখ্য গণমাধ্যম কর্মী উপস্থিতিতে র্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক সোহাগ , নর্বাহী সদস্য ও দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ মোস্তফা কামাল , মোঃ সাগর মিয়া , গিয়াস উদ্দিন শাকিল মামুনুর রহমান প্রমূখ । অনুষ্ঠানে বক্তারা বলেন , ” সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন , সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাস্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবির দ্রুত বাস্তবায়ন চাই “। উল্লেখ , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১-৭ মে কেন্দ্রীয় ভাবে দেশ ব্যাপী ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ -২০২৪ পালন করছে । এদিকে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত হবে। # সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১-১৫৯৪৪৭, তাং- ০২-০৫-২০২৪ ইং ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি