করোনার
রজত কান্তি চৌধুরী ( সিটন) হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে ইয়াবা নামক মরন নেশা
নষ্ট ও ধ্বংস হচ্ছে কোমল মতি যুবক যুবতীরা এসব ব্যবসা করে বেড়াচ্ছে এক শ্রেনী দালালচক্র মাদক সম্রাটরা
মাদক বিক্রেতাদের বিরুদ্ধে রহেছে ডজন খানেক মাদক মামলা
প্রকাশ থাকা আবশ্যক যে সিনেমা হল রোডে দেখাচ্ছে বিক্রি হচ্ছে ইয়াবা নামক মরন নেশা
বিক্রেতারা ওয়াব্দার আশপাশ, সিনেমা হল রোড ঝিলপাড়,সাধু সমাধীর মাঝার সংলঘ্র এলাকায় কথিপয় উটতি বয়সী যুবকদের দিয়ে বিক্রি করাচ্ছে মরন নেশা ইয়াবা
তাদের আবার নতুন কৌশল হিসাবে বেছে নিচ্ছে সিনেমা হল রোডে থাকা কথিত দালাল হোটেল ম্যানেজার ও হোটেলের বয়দের
হোটেল মালিকদের চোখের আড়ালে তারাও এই ইয়াবা নামক মরন ব্যবসায় জড়িয়ে পরছে
এবং দিবারাত্রি সেবন করছে ইয়াবা
করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি থোহাক্কা না করে হোটেল রুমে তিন চারজন মিলে সেবন ও বিক্রি করছে
সেবনের জন্য দেওয়া রুম ভাড়া মালিকের চোখে ফাকি দিয়ে ম্যানেজার টাকা নিজেই নিয়ে নিচ্ছে
অল্প দিয়ে কালো টাকার পাহাড় বানাচ্ছে
এলাকাবাসী সহ সচেতন মহলের দাবী অনতিবিলম্বে বন্ধ করতে হবে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠা ইয়াবার সিন্ডিকেট
নতুবা ধ্বংস হবে যুবসমাজ আর হোটেল মালিকদের কাছে দাবী উনারা যেন তাদের আবাসিক হোটেলে নজর দেন এবং মাদক সেবনকারী ম্যানেজার গনদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি