ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ৪ নং দীঘলবাক ইউপির দাউদ পুর গ্রামে গত ০৭/০৮/২১ ইং তারিখে সকাল অনুমান ৮ ঘটিকায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মামলা সুত্রে জানা যায়,নবীগঞ্জের ৪নং দীঘল বাক ইউপির দাউদ পুর গ্রামের হাজী মোহাম্মদ চান মিয়ার ছেলে লায়েক মিয়া তাদের পারিবারিক রাস্তা ব্যবহার করতে না দেওয়ায় আসামি গণ ক্ষিপ্ত হয়ে তাদের কবরস্থানে যাওয়ার রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বেড়া দেয়।লায়েক মিয়া নিষেধ করিলে ১০ নং আসামি জুয়েল মিয়ার হুকুমে দা,ফিকল, রামদা নিয়ে লায়েক মিয়ার উপর আক্রমণ চালায় সন্ত্রাসী চাঁদাবাজ টাইপের নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মুজিবুর সহ এক দল লোক।লায়েক মিয়া কে তাদের আক্রমণ থেকে উদ্ধার করতে গিয়ে রক্তাক্ত হন লায়েক মিয়ার দুই ভাই সফর মিয়া লাল মিয়া ও তার স্ত্রী রেবেনা।এতে কাহারো পেট ছিদ্র, কাহারো আঙুলের হাড়কাটা গ্রিভিয়াস জখম , কাহারো শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক জখম।সাংবাদিক মুজিবুর রহমান রামদা দিয়ে সফর মিয়া কে হত্যার উদ্দেশ্যে কুব মারিলে সফর মিয়া হাত দিয়ে মাথা রক্ষা করতে গিয়ে হাতের আঙুলের হাড়কাটা সহ গ্রিভিয়াস জখম হয়।গত ১১ /০৮/২১ ইং তারিখে লায়েক মিয়া বাদী হয়ে সাংবাদিক মুজিবুর রহমান সহ ১৪ জন কে আসামি করে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর এর নির্দেশ প্রদান করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি