আশরাফ আহমেদ হারুন,
বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে গতকাল ২৪/০৮?/২১ইং তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় দু‘পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ সহ অন্তত ১০ জন আহত হয়েছে।
জানা যায়,
আহতদের মধ্যে গুরুতরভাবে আহত নূর হোসেন(৬২),রিপা বেগম(২২),মৌসুমী(২৩) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অন্যান্য আহতদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় দু‘জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়,প্রথমরেখ গ্রামের নূর হোসেন ও রহিম মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে দু‘পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের এক পর্যায়ে রহিম মিয়ার লোকজন গুরুতর আহত নূর হোসেন সহ তার পক্ষের মেয়ে-ছেলেকে মারপিট করে গুরুতরভাবে আহত করে।
এ ঘটনায় বানিয়াচং থানা পুলিশ রহিম মিয়ার পক্ষের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বানিয়াচং থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু‘জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।
তবে এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানায় পুলিশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি