নিজস্ব প্রতিবেদক ঃ – নবীগঞ্জের ১২ নং কালিয়ারভাংগা ইউপিতে অবস্থিত ভূমিহীনে চলছিল ত্রাসের রাজত্ব। নির্যাতিত নিপিড়ীত মানুষ এলাকায় কোন সমাধান না পেয়ে ভূমিহীন থেকে ঝর্ণা নামের এক ভিকারিনী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।ঝর্ণা বেগম ও ভুক্তভোগীরা জানায় অভিযোগ তুলে আনার জন্য জাতীয় দৈনিক ক্রাইম তালাশের ক্রাইম রিপোর্টার পরিচয়ে আনমনু গ্রামের দারগা মিয়ার পুত্র বাদল নামের জনৈক ব্যক্তি তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে ও চাঁদাবাজির চেষ্টা করে।মানুষ অতিষ্ঠ হয়ে তার সন্ধান জানতে ঐ এলাকার বিজ্ঞ ব্যক্তি গণ নীরব অভিযান চালিয়ে জানতে পারেন সে সাংবাদিক নয়।ক্ষেপে গিয়ে বাদল হুমকি হিসাবে তাদের বিরুদ্ধে আঃ হাই মেম্বার ও তার লোকজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম , বাজার কমিটির সেক্রেটারি, শ্রমিক নেতা ছামাদুল হক চৌধুরীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য উপস্থাপন করে ফেইসবুকে পোস্ট করে।তারা দুজনেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানান।জাতীয় দৈনিক ক্রাইম তালাশ বাস্তবায়ন করার স্বার্থে প্রতিবাদকারী দুজনের সাথে সম্পাদক ও প্রকাশক কে জড়িয়ে ক্রাইম তালাশ নামে অনলাইনে ভূয়া সংবাদ প্রকাশ করা হয়।প্রকাশিত সংবাদ প্রতিবাদ জানিয়ে অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক মাহমুদুল কবির নয়নের সাথে যোগাযোগ করিলে,তিনি জানান,আমি জাতীয় প্রেসক্লাবের নেতা, জাতীয় দৈনিক ক্রাইম তালাশের সম্পাদক ও প্রকাশক আমার সাথে এত কথা চলবে না।প্রতিবাদকারী তিনজনই জানান,আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে মানুষের অপরাধ প্রকাশ করা আপনার নৈতিক দায়িত্ব, কিন্তু অযথা কারো মানসম্মানে হানি করা সাংবাদিকদের কাজ নয়।অনলাইন তল্লাশি করে জানা যায় তা সিলেট বিভাগের বাহিরের একটি আঞ্চলিক অনলাইন পোর্টাল।ঢাকার অফিসের ঠিকানা জানতে চাইলে হুমকি হিসাবে মিথ্যে বানোয়াট ষড়যন্ত্র মূলক নাটক সাজিয়ে আরেকটি অনলাইন সংবাদ অভিযানকারী সাংবাদিক ফরজুন আক্তার মনি’র বিরুদ্ধে গত ৯ জুন ক্রাইম তালাশ অনলাইনে প্রকাশ করেন।শক্ত ভাবে অভিযান বিভিন্ন মাধ্যম ও ঢাকা শহরের আনাচেকানাচে তল্লাশি শুরু করা হয়।ভয়ে সরে দাঁড়ানোর জন্য আবারও ঠিকানা বিহীন ভূঁইফোড় অনলাইন পোর্টাল মানববন্ধন নামে মানহানিকর একই সংবাদ বাদল কে সাংবাদিক সাজিয়ে বাদলের মাধ্যমে প্রকাশ করেন। জাতীয় প্রেসক্লাবে যোগাযোগ করে এবং ভূঁইফোড় সহ দুটি অনলাইন সংবাদের প্রতিবাদ জানানো হয়।গভীর অভিযানে বেরিয়ে আসে মাহমুদুল কবির নয়ন জাতীয় প্রেসক্লাবের কোন নন, ভূঁইফোড় নেতা পরিচয়ে ও জাতীয় দৈনিক ক্রাইম তালাশ নামে রীতিমতো প্রতারণা চালিয়ে যাচ্ছে এবং সারাদেশে ভূয়া পরিচয়ে ভূঁইফোড় সাংবাদিক তৈরি করে যাচ্ছে এবং সামান্য স্বার্থের জন্য অনলাইনে ভূয়া সংবাদ প্রকাশ করে ভালো মানুষের মানসম্মান ক্ষুন্ন, নিয়মিত হেয় করে যাচ্ছে। জাতীয় প্রেসক্লাবের কর্মকর্তা গণ জানান, তাদের কে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি