ফরজুন আক্তার মনি :-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রুস্তমপুর গ্রামে অবস্থিত শতাধিক বছর যাবৎ কবরস্থানে মৃত ব্যক্তির দাপনের কাজ চালিয়ে যাচ্ছে গ্রামবাসী।উক্ত কবরস্থান জোরপূর্বক দখল সহ দালান নির্মানের অভিযোগ উঠেছে প্রবাসী আক্কাস মিয়া গণের বিরুদ্ধে।
মামলা সূত্রে জানা যায়, ফুটারচর মৌজা এসএ খতিয়ান জেঃএলঃ নং ১৩৬,দাগ নং
৪৫৫, জমির শ্রেণি কবরস্থান সরকার কতৃক কবরস্থান হিসেবে শতাধিক বছর যাবৎ রুস্তমপুর গ্রামবাসী মৃত ব্যক্তিদের দাপনের কাজ ও প্বার্শবর্তী একই খতিয়ানে দাগ নং ১৯২, জমির শ্রেণি নদী প্রঃ বরাক খাল এবং দাগ নং ৯৪৯, জমির শ্রেণি গোপাট গ্রামবাসী চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে যাচ্ছেন। উক্ত নালিশা ভূমির মধ্যবর্তী প্রবাসী আক্কাস মিয়ার মালিকানা জমি।উক্ত জমিতে কবরস্থানের জমির অংশ দখল ও নদীর কিছু অংশ ভরাট করে জোরপূর্বক দখলের অভিযোগ আক্কাস মিয়ার লোকজন সিতার মিয়া,আনোয়ার মিয়া,আব্দুল হামিদ,লিলু মিয়া,আলফু মিয়ার বিরুদ্ধে এনে বিগত ২৭/১০/২২ খ্রিস্টাব্দ সহকারী জজ আদালত হবিগঞ্জে মামলা দায়ের করেন গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে মৃত মুসলিম মিয়ার পুত্র আইয়ুব আলী গণ।আদালত বিবাদী গণ কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিলে বিবাদী গণ নোটিশের কোন উত্তর না দেওয়ায় স্থায়ীভাবে উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। উল্লেখ্য উক্ত খতিয়ানের ৪৫৫ ও ১৯২ নং দাগ থেকে আক্কাস মিয়ার দখলে এবং ৯৪৯ নং দাগ থেকে রাস্তার জায়গা আনোোয়া মিয়ার দখলে যাওয়ার ফলে রাস্তা সরু হয়ে যায়।গ্রামবাসী জানান,অদ্য মোঃ আক্কাস মিয়া দেশে এসে গোপনে নালিশা ভূমিতে দালান নির্মানের কাজ শুরু করেন।বিষয়টি আমাদের নজরে আসার পর নবীগঞ্জ থানায় গত ২ ফেব্রুয়ারিতে একটি লিখিত অভিযোগ দায়ের করায় গোপলা বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমানের শক্তিশালী ভূমিকা পালনে নির্মান কাজ বন্ধ হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি