হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় টমটম অটোরিক্সাতে যাত্রী ওঠানো নিয়ে দুইপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) বেলা দুইটার দিকে উপজেলার আগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আগোয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে আব্দুল কাদির (২৫), বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫০) ও আলী রাজা মিয়ার ছেলে লিলু মিয়া (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। আশংকাজনক অবস্থায় ৪/৫ জনকে সিলেট প্রেরণ করা হযেছে। বাকী আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান- বৃহস্পতিবার বেলা ১০টায় টমটমে যাত্রী ওঠানো নিয়ে চালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে বাক্বিতণ্ডা হয়। এ সময় দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। পরে লিলু মিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই সংঘর্ষে আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। এ ঘটনায় আগুয়া গ্রামে বাড়িঘর ভাংচুরের খবর পাওয়া গেছে।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান- বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী বদির মিয়ার বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে এই দুজনের সমর্থনকারী অটোরিকশা চালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে আগুয়া বাজারে ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) বলেন- বানিয়াচংয়ের একটি গ্রামে মারামারি হয়ে অসংখ্য রোগী আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে একজনকে জরুরী বিভাগে মৃত ঘোষণা করা হয়। আরো দুইজন মারা যাওয়ার খবর পেয়েছি। দুইজনকে কয়েকজন সিরিয়াস রোগীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতরা আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন। এই মারামারিতে অধিক সংখ্যক আশংকাজন আহত লোকজন আসায় তাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি