ফরজুন আক্তার মনি :- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নবীগঞ্জ বাহুবল আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। ২১ মে কে সামনে রেখে অসংখ্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। আনন্দ ও উৎসব মুখর পরিবেশ উপলব্ধি করা যায়। বাংলাদেশ আওয়ামিলীগ থেকে আটজন প্রার্থী অন্য দিকে বিএনপির একক প্রার্থী মুজিবুর রহমান শেফু।নির্বাচনী প্রচারণায় প্রার্থী সমর্তনে মুজিবুর রহমান শেফুর চিংড়ি মার্কা প্রথম সারিতে অনুধাবিত হয়।পরবর্তীতে বিএনপি শেফু কে বহিষ্কার করার পরে তাকে ভোট সেন্টারে বয়কট করার দাবিতে উপজেলা বিএনপির একটি গ্রুপ বিএনপির সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী সহ চিরনি অভিযান চালিয়ে যাচ্ছেন।বর্তমানে বাংলাদেশ আওয়ামিলীগের সাবেক উপজেলা শাখার সভাপতি ও ১১নং গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল টপকে প্রথম সারিতে অবস্থান করেছেন।ভোটার গণ জানান, মুকুলের হেলিকপ্টার মার্কা ও শেফুর চিংড়ি মার্কার মধ্যে হবে দ্বিমুখী লড়াই।অন্য পদ মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দুজন,নাজমা বেগম হাস মার্কা ও সইফা রহমান কাকলী ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।নাজমার হাস মার্কা কে টপকে শেখ সইফা রহমান কাকলীর ফুটবল মার্কা ভোটার সমর্থনে প্রথম সারিতে অবস্থান করেছে সেই তথ্যও উঠে আসে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি