আশরাফ আহমেদ হারুন,
বিশেষ প্রতিনিধি ।।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে শিশু আই, সি উই ওয়ার্ডে মায়ের মত স্নেহ দিয়ে বাঁচ্চাদের সুস্থ করে মায়ের খুলে ফিরিয়ে দিচ্ছেন আপন দুই বোন নার্স কাজী জাহানারা পপি ও কাজী পলি পাপড়ি। হাসি মুখে,নিজের জীবনের চিন্তা না করে অনবরত সেবা দিয়ে যাচ্ছেন।তারা দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি. কম কে জানান,তারা শুধু টাকার জন্য চাকুরী করছেন না,মানুষের সেবা করে নিজেকে ধন্য করতে চান এবং তাদের এই চাকুরী টা এবাদত হিসেবে দেখেন,। আরও জানান,তাদের আক্ষেপ যখন কোন রোগী মারা যায়, তখন তাদের প্রতি মানুষের আচরণ খুব কষ্ট হয় এবং চিকিৎসা নিতে আসা কিছু মানুষের সাথে আলাপ করে জানা যায় , তাদের ব্যবহারে রোগীরা সন্তস্ট, এবং, সাধারণ মানুষ আর ও বলছে, যদি তাদের মত সারা বাংলাদেশে সরকারি হাসপাতালে এমন মানবিক নার্স থাকে তাহলে, কোন মানুষ প্রাইভেট হাসপাতালে যাবে না, এমন সেবাই সারা বাংলাদেশের কাম্য।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি